
বিক্রম চৌধুরীর টিউটোরিয়াল – FREE Tutorial on Share Market & Trading
শেয়ার মার্কেটে ট্রেডিং – অল্প মূলধনে রোজগারের উপায় – শেয়ার মার্কেটে বিনিয়োগ করছেন তো টাকা পাবার আশায় ! তাই আগে জানুন কি কি ভাবে আপনি শেয়ার মার্কেট থেকে টাকা পেতে পারেন। আপনি কোনও স্থায়ী বিনিয়োগ ছাড়াই শেয়ার মার্কেট থেকে অর্থ উপার্জন করতে পারেন।

শেয়ার মার্কেটে কি কি ভাবে উপার্জন করতে পারেন ?
- শেয়ার মার্কেটে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা যায় (Investment for 3-10 years)
- প্রতিদিন শেয়ার ট্রেডিং করে অল্প টাকা মূলধন নিয়েও (e.g 20000/- – 1/2 Lacs) রোজ ট্রেডিং করে উপার্জন করা যায়। Intraday trading or day trading with less capital
- দৈনিক 500 – 2000, ১০০০০ থেকে ২০০০০ টাকা রোজগার করা যায় যদি ভালোভাবে ট্রেডিং জানেন।
- আপনি কতটা উপার্জন করবেন সেটা আপনারই হাতে, কোনো উর্দ্ধসীমা নেই
শেয়ার ট্রেডিং করে আপনি কত টাকা রোজগার করতে পারেন
ডেলিভারি ট্রেডিং Delivery Trade
শেয়ার বাজারে সবথেকে নিরাপদ ও কার্যকর ট্রেডিং, যখন আপনার শেয়ার কিনে ডিম্যাট অ্যাকাউন্টে রাখার মতো যথেষ্ট অর্থ আছে । আপনি পরের দিন শেয়ার গুলো বেচে দিতে পারেন বা কয়েক বছর পরেও বিক্রি করতে পারেন । শেয়ার গুলো কতদিন রেখে দেবেন আপনার ডিম্যাট অ্যাকাউন্টে তার সময়কালের উপর ভিত্তি করে ডেলিভারি ট্রেডিং ৩ ধরণের (১) সুইং ট্রেডিং (২) পজিশনাল ট্রেডিং (৩) ইনভেস্টমেন্ট
(১) সুইং ট্রেডিং – স্বল্পমেয়াদি ট্রেডিং ২ – ১৫ দিন
কিছু শেয়ার কিনে তা ২ থেকে ৭ দিন / ১০ দিন / ১৫ দিন ধরে রাখুন, তারপরে বিক্রি করুন বেশি দামে । এই ধরণের ট্রেড করলে টার্গেট থাকে ৩ – ১০ % লাভ করার । ১০০০০০ টাকা দিয়ে ৫০০০ থেকে ১০০০০ টাকা রোজগার। ট্রেড ভুল করলে টাকা আটকে যেতে পারে যদি শেয়ারের দাম তলায় চলে যায় , সেক্ষেত্রে উপায় লস নিয়ে বেরিয়ে আসার বা হোল্ড করার।
(২) পজিশনাল ট্রেডিং Positional Trading Explained
কিছু শেয়ার কিনে তা ১ মাস থেকে ৬ মাস ধরে রাখুন, তারপরে বিক্রি করুন বেশি দামে । এই ধরণের ট্রেড করলে টার্গেট থাকে ১০ % থেকে ২৫ % লাভ করার । ১০০০০০ টাকা দিয়ে ১৫০০০ – ২০০০০ টাকা রোজগার করা যায় । আপনি চাইলে জায়গা বুঝে ট্রেড এন্ট্রি এবং ট্রেড ক্লোস করতে পারেন বেশ কয়েক বার। শেয়ার ট্রেডিং করার মানেই হচ্ছে রিস্ক আছে তবে তুলনায় রিস্ক কম (ইন্ট্রাডে এবং অপশন ট্রেডিং এর তুলনায় ) ।
সমস্যা – ট্রেড ভুল করলে টাকা আটকে যেতে পারে যদি শেয়ারের দাম তলায় চলে যায় , সেক্ষেত্রে উপায় লস নিয়ে বেরিয়ে আসার বা হোল্ড করার ।
লং টার্ম ইনভেস্টমেন্ট বা দীর্ঘমেয়াদি বিনিয়োগ
দীর্ঘমেয়াদে কিছু অর্থ ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মতো বিনিয়োগ করুন । ভালো শেয়ারে প্রচুর রিটার্ন । উইপ্রো তে ১০০০০ টাকা বিনিয়োগ করে ৩৬৫ কোটি টাকা পেয়েছে ৩০ বছরে। ২০১৮ সন থেকে ২০২৪ সাল জুন মাস পর্যন্ত বহু শেয়ার যথা টাটা Elxi ৮-১০ গুন , ইনফোসিস ২-৩ গুণ টাকা রিটার্ন দিয়েছে। ১ লক্ষ টাকা ৩-১০ লক্ষ টাকা হয়ে গেছে। আবার বহু শেয়ার ডুবেও যায়। ১ লক্ষ টাকা ১০০০-২০০০ টাকা হয়ে গেছে এরকম উদাহরণ আছে।
সতর্কতা : শেয়ার মার্কেট এ ট্রেডিং না জেনে যদি নামেন তাহলে কিন্তু আপনি আপনার ক্যাপিটাল মানি বা মূলধন ও হারাতে পারেন। অতএব , টাকা আপনার , দায় আপনার, রোজগার বা ক্ষতি ও আপনার। আগে শিখুন তার পরে রোজগারের কথা ভাবুন
বিক্রম চৌধুরির শেয়ার ট্রেডিং কোর্স
অল্প মূলধনে শেয়ার ট্রেডিং শিখে গড়ে দৈনিক ৩০০০ – ১০০০০ টাকা রোজগার করতে আজই হোয়াটস্যাপ করুন (+91) 9163111390 নম্বরে, Type your text message in WhatsApp ।
শেয়ার মার্কেটের আরেক ধরণের Income সম্পর্কে সাধারণ মানুষ জানেন না , যেটা হলো খুব অল্প টাকা দিয়েও আপনি অনেকটা টাকা শেয়ার মার্কেট থেকে পেতে পারেন।
ইন্ট্রাডে ট্রেডিং
কিছু শেয়ার যে দিনে কিনবেন সেই দিনেই বেচতে হবে পরের দিন হোল্ড করে রাখতে পারবেন না। কিছু শেয়ার কম দামে কিনে বেশি দামে বেচে দিন। দিনে দিনে রোজগার। একদিনে 200-500 থেকে 10000-20000 রোজগার করতে পারবেন। এছাড়াও শর্ট সেল করা যায়।
যদি টাকা নাও থাকে, ধরুন আপনি ইনভেস্ট করতে পারছেন না , তাহলেও কিন্তু শেয়ার মার্কেটে আপনি রোজগার করতে পারবেন Intraday Trading করে । বর্তমানে ১০০০০০ টাকা নিয়ে ৫ লক্ষ টাকার শেয়ার কিনতে পারবেন ও তার লাভ ওঠাতে পারবেন। সব শেয়ারের ক্ষেত্রে না হলেও ভালো ভালো বেশিরভাগ শেয়ার ৫ গুণ পরিমান কেনা যায়। কয়েকবছর আগে ২০১৭-১৮ সালে ৩০ গুণ টাকার শেয়ার কেনা যেত।
Options Trading Explained in Bengali, what is options

শেয়ার মার্কেটে ট্রেডিং ভালোভাবে শিখে অল্প মূলধনে রোজগারের উপায় হলো অপশন কেনা । অপশন সেল করে ট্রেড করতে এবং ফিউচারের উপর ট্রেড করতে অনেক টাকা লাগে।
ডেরিভেটিভ মার্কেটে ফিউচার অপশন ট্রেড করা যায়। বুঝতে অসুবিধে হলে আপনি ফিউচার অপশন মার্কেটকে শেয়ার বাজারের মতো ধরে নিন, যেখানে শেয়ার কেনা হয় না বরং “অনেক শেয়ার কিনবো” এরকম চুক্তি কেনা বেচা হয়। নিফটি ব্যাংকনিফটি শেয়ারের উপর বা কমোডিটিতে ও আরও অনেক কিছুতে অপশন ট্রেডিং বা ফিউচার ট্রেডিং করা যায়। তবে এগুলো হলো Expert লেভেল এর ট্রেডিং।
- ৫০০০ টাকা ইনভেস্ট করে ১ দিনের মধ্যে ২০০০ টাকা।
- ২০০০০ টাকা ইনভেস্ট করে ১ থেকে ২ দিনের মধ্যে ৬০০০ – ১০০০০ বা ২০০০০ টাকা।
- ৬০০০ টাকা ইনভেস্ট করে ১ থেকে ৫ দিনের মধ্যে ৬০০০ টাকা।
এগুলো মিথ্যে নয় ,এটা শেয়ার মার্কেটে অপশনস ট্রেডিং এর মাধ্যমে করা সম্ভব। এবং এই টাকা আপনি 1 দিন থেকে 10/20/30 দিনের মধ্যে রোজগার করতে পারেন। তবে অপশনস ট্রেডিং কিন্তু খুব রিস্কি ও শেয়ার মার্কেটের গতিবিধি অনেকদিন ধরে জানলে তবেই করা উচিত। ফিউচার অপশন ট্রেডিং – বিক্রম চৌধুরীর লেখা অপসন ট্রেডিং এর বই
বাংলা অপশন ট্রেডিং এর বই

- স্টক মার্কেটের সম্পর্কে সাধারণ বিনিয়োগকারীরা একটা ভীতি মনের মধ্যে পোষণ করেন, যারা শেয়ার বাজার সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ বা যাদের Stock Market এ বিনিয়োগের খুব সীমিত অভিজ্ঞতা, তাঁরাই বেশি ভয় পান শেয়ারে বিনিয়োগ করতে।
- অধিকাংশ ধনী ব্যক্তি সাধারণত তাদের অর্থের পরিমান বাড়াবার জন্য Stock Market এ বিনিয়োগ করে।
- সাধারণ নিম্নবিত্ত্ব ও মধ্যবিত্ত লোকেরাই Stock Market এ বিনিয়োগ করতে ভয় পায় ও দ্বিধান্বিত হয়। মূলত বাঙালিরাই কিন্তু বেশি ভয় পায়।
স্টক মার্কেটে বিনিয়োগে অবশ্যই ঝুঁকি আছে, কিন্তু যদি Stock Market এ Invest নিয়ম মেনে ও নির্দিষ্ট পদ্ধতিতে করা হয়, তখন Stock Market যা রিটার্ন দিতে পারে তা কেউ দিতে পারে না। Futures – Options Trading book in Bengali Bangla language