• শেয়ার মার্কেটে যেমন দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা যায়
  • তেমনি প্রতিদিন শেয়ার ট্রেডিং করে অল্প টাকা মূলধন নিয়েও (e.g 5000/- ) রোজ ট্রেডিং করে উপার্জন করা যায়।
  • দৈনিক ৫০০..১০০০…২০০০… ১০০০০ টাকাও আয় করা যায়…
  • আপনি কতটা উপার্জন করবেন সেটা আপনারই হাতে
  • কোনো উর্দ্ধসীমা নেই
শেয়ার বাজারে ট্রেডিং শিখে রোজগার করুন প্রতিদিন

শেয়ার ট্রেডিং কে জীবিকা করতে পারেন – জানুন শেয়ার মার্কেটে কি কি ভাবে আপনি উপার্জন করতে পারেন ?

  • শেয়ার মার্কেটে বিনিয়োগ করছেন তো টাকা পাবার আশায় ! তাই আগে জানুন কি কি ভাবে আপনি শেয়ার মার্কেট থেকে টাকা পেতে পারেন। বিশ্বাস করবেন কিনা জানিনা, আপনি কোনও স্থায়ী বিনিয়োগ ছাড়াই শেয়ার মার্কেট থেকে অর্থ উপার্জন করতে পারেন।

অল্প পুঁজিতে (৫০০০/-) রোজগার

ইন্ট্রাডে ট্রেডিং

যে দিনে কিনবেন সেই দিনেই বেচতে হবে, কিছু শেয়ার কম দামে কিনে বেশি দামে বেচে দিন। দিনে দিনে রোজগার। একদিনে ৫০০ থেকে ১০০০০/- রোজগার করতে পারবেন।

যখন আপনার টাকা আছে :

ডেলিভারি ট্রেডিং

সবথেকে নিরাপদ ও কার্যকর ট্রেডিং, যখন আপনার শেয়ার কিনে রাখার মতো যথেষ্ট অর্থ আছে । আপনি পরের দিন শেয়ার গুলো বেচে দিতে পারেন বা কয়েক বছর পরেও বিক্রি করতে পারেন ।

শেয়ার ট্রেডিং করে আপনি কত টাকা রোজগার করতে পারেন

ভালোভাবে শেয়ার ট্রেডিং শিখে ,দীর্ঘ মেয়াদি বিনিয়োগ না করেও শুধু শেয়ার ট্রেডিং করে আপনি দৈনিক ৫০০ থেকে ১০০০০ টাকা রোজগার করতে পারেন !!

ডেলিভারি ট্রেডিং কে আরো দুভাগে ভাগ করা যায় :

স্বল্পমেয়াদি বিনিয়োগ (৭ দিন)

সুইং ট্রেডিং

আপনি আজ কিছু শেয়ার কিনে তা 7 দিন / ১০ দিন / ১৫ দিন / ২০ দিন / কয়েক মাস ধরে রাখুন, তারপরে বিক্রি করুন বেশি দামে । ১০-৩০% লাভ পাওয়া যায়। ১০০০০০ টাকা দিয়ে ১০০০০ – ৩০০০০ টাকা।

দীর্ঘমেয়াদি বিনিয়োগ

( ১-১০ বছর )

দীর্ঘমেয়াদে কিছু অর্থ ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মতো বিনিয়োগ করুন। ভালো শেয়ারে প্রচুর রিটার্ন। উইপ্রো তে ১০০০০ টাকা বিনিয়োগ করে ৩৬৫ কোটি টাকা পেয়েছে ৩০ বছরে। দ্বিগুন /১০ গুন টাকা পাওয়া যায়

সতর্কতা : শেয়ার মার্কেট এ ট্রেডিং না জেনে যদি নামেন তাহলে কিন্তু আপনি আপনার ক্যাপিটাল মানি বা মূলধন ও হারাতে পারেন। অতএব , টাকা আপনার , দায় আপনার, রোজগার বা ক্ষতি ও আপনার। আগে শিখুন তার পরে রোজগারের কথা ভাবুন


যদি টাকা নাও থাকে, ধরুন আপনি ইনভেস্ট করতে পারছেন না , তাহলেও কিন্তু শেয়ার মার্কেটে আপনি রোজগার করতে পারবেন Intraday Trading করে ।

শেয়ার মার্কেটের আরেক ধরণের Income সম্পর্কে সাধারণ মানুষ জানেন না , যেটা হলো খুব অল্প টাকা দিয়েও আপনি অনেকটা টাকা শেয়ার মার্কেট থেকে পেতে পারেন।

Options Trading in Stock Market in Bengali

  • ২০০০ টাকা ইনভেস্ট করে ১ দিনের মধ্যে ৫০০০ টাকা।
  • ২০০০০ টাকা ইনভেস্ট করে ১ থেকে ২৫ দিনের মধ্যে ৬০০০ – ১০০০০ বা ২০০০০ টাকা।
  • ৬০০০ টাকা ইনভেস্ট করে ১ থেকে ২৫ দিনের মধ্যে ৬০০০ টাকা।

এগুলো মিথ্যে নয় ,এটা শেয়ার মার্কেটে অপশনস ট্রেডিং এর মাধ্যমে করা সম্ভব। এবং এই টাকা আপনি 1 দিন থেকে 10/20/30 দিনের মধ্যে রোজগার করতে পারেন। তবে অপশনস ট্রেডিং কিন্তু খুব রিস্কি ও শেয়ার মার্কেটের গতিবিধি অনেকদিন ধরে জানলে তবেই করা উচিত।


  • স্টক মার্কেটের সম্পর্কে সাধারণ বিনিয়োগকারীরা একটা ভীতি মনের মধ্যে পোষণ করেন, যারা শেয়ার বাজার সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ বা যাদের Stock Market এ বিনিয়োগের খুব সীমিত অভিজ্ঞতা, তাঁরাই বেশি ভয় পান শেয়ারে বিনিয়োগ করতে।
  • অধিকাংশ ধনী ব্যক্তি সাধারণত তাদের অর্থের পরিমান বাড়াবার জন্য Stock Market এ বিনিয়োগ করে।
  • সাধারণ নিম্নবিত্ত্ব ও মধ্যবিত্ত লোকেরাই Stock Market এ বিনিয়োগ করতে ভয় পায় ও দ্বিধান্বিত হয়। মূলত বাঙালিরাই কিন্তু বেশি ভয় পায়।

স্টক মার্কেটে বিনিয়োগে অবশ্যই ঝুঁকি আছে, কিন্তু যদি Stock Market এ Invest নিয়ম মেনে ও নির্দিষ্ট পদ্ধতিতে করা হয়, তখন Stock Market যা রিটার্ন দিতে পারে তা কেউ দিতে পারে না।